প্রথম দিনে তিন সেঞ্চুরি

সেঞ্চুরির পর তুষার ইমরান

ছবি : বাংলাদেশের খবর

ক্রিকেট

জাতীয় ক্রিকেট লিগ

প্রথম দিনে তিন সেঞ্চুরি

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২ অক্টোবর, ২০১৮

জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিনে গতকাল দেখা মিলেছে তিন সেঞ্চুরির। ঘরোয়া ক্রিকেটে রানের ফুলকি ছোটানোর ওস্তাদ তুষার ইমরান সেঞ্চুরি করেছেন খুলনার হয়ে। ঢাকা মেট্রোর হয়ে ক্যারিয়ার সেরা ১৫৭ রানের ইনিংস উপহার দিয়েছেন সাদমান ইসলাম। অন্যদিকে রংপুরের হয়ে ১১৭ রানে অপরাজিত আছেন আরিফুল হক। বল হাতে চমক দেখিয়েছেন শফিউল ইসলাম ও জুবায়ের হোসেন লিখন। দুজনই পেয়েছেন পাঁচ উইকেটের দেখা।

প্রথম স্তরের ম্যাচে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে তুষার ইমরানের সেঞ্চুরির পরও স্বস্তিতে নেই খুলনা বিভাগ। ৫২.৩ ওভারেই ২১০ রানে গুটিয়ে গেছে দলটি। দিন শেষে রাজশাহীর সংগ্রহ ১ উইকেটে ১২২ রান। খুলনার হয়ে বলতে গেলে একাই লড়েছেন তুষার ইমরান। ১৪৪ বলে ১৪টি চার ও দুটি ছক্কায় ১০৪ রান করে ফেরেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন দুজন- এনামুল হক বিজয় ও নাহিদুল ইসলাম। বল হাতে রাজশাহীর হয়ে চমক দেখান পেসার শফিউল ইসলাম। ৪৩ রানে তুলে নেন পাঁচ উইকেট। দেলোয়ার ও সানজামুল নেন দুটি করে উইকেট। জবাবে রাজশাহীর হয়ে দিন শেষে ৭৪ রানে মিজানুর ও ১ রানে জুনায়েদ সিদ্দিকী অপরাজিত আছেন। ৪৬ রানে বিদায় নেন নাজমুল হোসেন শান্ত।

অন্যদিকে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দাপুটে অবস্থানে রয়েছে রংপুর বিভাগ। বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে দিন শেষে ৫ উইকেটে ৩০০ রান সংগ্রহ করেছে রংপুর। সর্বোচ্চ ১১৭ রান করে অপরাজিত আছেন আরিফুল হক। ভাগ্য খারাপ নাঈম ইসলামের। নার্ভাস নাইনটিজের শিকার তিনি। ফিরতে হয়েছে ৯২ রানে। ওপেনার জাহিদ জাবেদ করেন ৬২ রান। বরিশালের হয়ে কামরুল ইসলাম রাব্বি দুটি ও সালমান হোসেন ইমন একটি উইকেট লাভ করেন।

অন্যদিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে ব্যাট হাতে আগুন ঝরিয়েছেন ঢাকা মেট্রোর ওপেনার সাদমান ইসলাম। সিলেটের বিরুদ্ধে ২৩৮ বলে করেছেন ক্যারিয়ার সেরা ১৫৭ রানের ঝলমলে ইনিংস। ২৩৮ বলের ইনিংসে ছিল ২০টি চার ও দুটি ছক্কার মার। দিন শেষে ঢাকা মেট্রোর সংগ্রহ ৪ উইকেটে ৩৩২ রান। মার্শাল আইয়ুব পেয়েছেন ফিফটির দেখা (৮৪ বলে ৫০)। সৈকত আলী ৪২, শামসুর রহমান ৩৪ রান করেন। ১৭ বলে ১ রান করে প্রথম দিন শেষে অপরাজিত আছেন মোহাম্মদ আশরাফুল। তার সঙ্গে ২৮ রানে অপরাজিত মেহরাব হোসেন। সিলেটের হয়ে শাহিনুর রহমান দুটি, রাহি ও এনামুল হক জুনিয়র নেন একটি করে উইকেট।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লড়াই হয়েছে ঢাকা ও চট্টগ্রামের। আগে ব্যাট করতে নেমে ২৩৮ রানে গুটিয়ে যায় ঢাকা বিভাগ। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন তৈয়বুর রহমান। এছাড়া রনি তালুকদার ৫৯, সাইফ হাসান ৩৪, শুভাগত হোম ২৩, মোশাররফ রুবেল ২২ রান করেন। বল হাতে চট্টগ্রামের হয়ে জাদু দেখান স্পিনার জুবায়ের হোসেন লিখন। ৬১ রানের বিনিময়ে তিনি তুলে নেন ৫ উইকেট। এছাড়া নাইম ইসলাম ৩টি ও হাসান মাহমুদ দুটি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে দুই উইকেটে ২৫ রানে দিন শেষ করেছে চট্টগ্রাম বিভাগ। ইরফান শুকুর ও মুনিমুল হক বিদায় নেন শূন্য রানে। তবে ২৩ রানে ওপেনার সাদিকুর রহমান ও ২ রানে তাসামুল হক অপরাজিত আছেন। ঢাকার হয়ে দুটি উইকেটই নেন শাহাদাত হোসেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads