মনোহরগঞ্জে মসজিদের নামে ওয়াকফকৃত সম্পত্তি বিক্রির অভিযোগ

মানচিত্রে কুমিল্লা

সংগৃহীত ছবি

অপরাধ

মনোহরগঞ্জে মসজিদের নামে ওয়াকফকৃত সম্পত্তি বিক্রির অভিযোগ

  • প্রকাশিত ২ জানুয়ারি, ২০১৯

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জে সরসপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের শ্রীধরপুর গ্রামে মসজিদের ওয়াকফকৃত সম্পত্তি বিক্রি করে টাকা আত্নসাত এবং রাস্তা দখল করে বাড়ি-ঘর তৈরি করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সুত্রে জানা যায় মিয়াজান মুন্সি ১৯৬০ সালে ৪৪৪ নং আলোকপাড়া মৌজায় ১৩১ নং দাগে নাল ২৫ শতাংশ এবং ৪৩৮নং শ্রীধরপুর মৌজায় ১৬৫ নং দাগে ৫ শতাংশসহ মোট ৩০ শতাংশ জমি ছাব কবলা দলিলের মাধ্যমে মসজিদের নামে ওয়াক্ফ করে দেন। ওয়াকফকৃত দলিলের রেকর্ড অনুযায়ী ১৯৪৮ সালে এ মসজিদটি ৫ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত করা হয়। বাকি ২৫ শতাংশ ফসলি জমি আয়ের উৎস হিসেবে ওয়াকফ করা হয়। কিন্তু দাতার ছেলের ঘরের নাতি আবদুস সাত্তার উক্ত ওয়াকফকৃত ১৩১ নং দাগের ২৫ শতাংশ নাল ভূমি ১৯৮৭ সালে আবদুল লতিফের নিকট বিক্রি করে দেন।

এ বিষয়ে ওয়াকফ অডিটর কুমিল্লা জেলা ইনকোয়ারি মোঃ নাছির উদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের আদেশ অনুযায়ী ওয়াক্ফকৃত সম্পত্তি হস্তান্তর (বিক্রয়, লিজ, ইজারা, বন্ধক ইত্যাদি) বা রেজিষ্ট্রেশন বৈধ হবে না। তাই হস্তাতরিত ২৫ শতাংশ জমিন রেকর্ড সংশোধন করে মসজিদের নামে রেকর্ডভুক্ত এবং বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে রেকর্ড করার নিমিত্তে সম্প্রতি বিষয়টি সার্জেন্ট (অবসরপ্রাপ্ত) এইচ এম নুরুন নবী চৌধুরী বাংলাদেশ দুর্নিতি দমন কমিশন (দুদক) কুমিল্লা এবং মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম বানু শান্তিকে লিখিতভাবে জানানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads