সাদিয়া নাবিলা। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি অভিনেত্রী। সম্প্রতি ‘পেরেশান পারিন্দা’ ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করে বলিউডে অভিষেক ঘটেছে তার। বলিউড ও অন্যান্য বিষয়ে কথা হয়েছে তার সঙ্গে
মিডিয়ার শুরুটা—
সংস্কৃতির সঙ্গে জড়িত ছোটবেলা থেকেই। উচ্চমাধ্যমিক শেষ করে অস্ট্রেলিয়া চলে আসি। এখানে একটি ফ্যাশন এজেন্সিতে যোগ দিই। পাঁচ বছর ধরে ফুলটাইম মডেলিং করে যাচ্ছি। মূলত মডেলিং দিয়ে আমার মিডিয়ায় যাত্রা শুরু।
বলিউড যাত্রা—
২০১৭ সালে ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড’ নামে একটি সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হই। সেখান থেকেই তারা আমার খোঁজ পান। আমাকে অডিশনের জন্য ডাকেন। অডিশন দিয়ে আমি ‘পেরেশান পারিন্দা’ ছবির জন্য সিলেক্ট হই। এর আগে অস্ট্রেলিয়ায় বলিউডের একটি নাচের স্কুলে ক্লাস নিতাম।
অভিজ্ঞতা কেমন ছিল—
ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল ঢাকায় কাজ করার। কিন্তু ভাগ্যচক্রে বলিউডের মাধ্যমে আমার অভিষেক হয়েছে। অন্যরকম একটা অভিজ্ঞতা। নতুন কিছু জানতে পেরেছি, নতুন কিছু শিখতে পেরেছি। অনেক ওয়ার্কশপ করে প্রস্তুতি নিতে হয়েছে। হিন্দি ভাষা শেখার ওয়ার্কশপ করতে হয়েছে। এক্সসেন্ট চেঞ্জ করার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। সব মিলিয়ে বেশ ভালোভাবেই কাজটি শেষ করতে পেরেছি। রেসপন্সও ভালো পাচ্ছি।
নাচ, গান, মডেলিং, অভিনয়—
ছোটবেলা থেকেই নাচ ও গানের সঙ্গে জড়িত ছিলাম। টিভি দেখতে দেখতে মডেলিং ও অভিনয়ের প্রতি ঝোঁক আসে। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল নায়িকা হব। অভিনেত্রী হব। দেশে থাকা অবস্থায় নাচ-গানের পাশাপাশি অভিনয় বা মডেলিং টুকটাক করছিলাম। মডেলিং এবং অভিনয় প্রফেশনালি শুরু করি অস্ট্রেলিয়ায় আসার পর। শখের বসে গিটারও শিখেছিলাম। হা হা হা।
ঢাকাই ইন্ডাস্ট্রি—
ঢাকার ছবিতে কাজ করার প্রবল ইচ্ছা আছে। কারণ, বিদেশে কাজ করলেও মনটা দেশে পড়ে থাকে। দেশের কাজের প্রতি খুব ঝোঁক আমার। বলিউডে কাজ করে যতটুকু শিখেছি, সেটা নিজের দেশে অ্যাপ্লাই করতে চাই। আমার দেশেও প্রচুর জ্ঞানী মানুষজন আছেন। তাদের থেকে অনেক কিছু শেখার আছে আমার। ভালো কাজ পেলে ঢাকাই ছবিতে অবশ্যই কাজ করব।
নতুন কাজ—
নতুন অনেক কাজের ব্যাপারে কথা চলছে। তার মধ্যে বলিউডের একটি ছবির কাজ রয়েছে। তবে সেটির ব্যাপারে এখনো চূড়ান্ত কিছু হয়নি। কাজটি নিয়ে অনেক ভাবছি। এটার পুরো শুটিং হওয়ার কথা ভারতে। পাশাপাশি বাংলাদেশ থেকেও অনেকে যোগাযোগ করছেন। ইচ্ছা আছে শিগগির দেশে ফেরার। দেখা যাক কী হয়।
ভবিষ্যৎ পরিকল্পনা—
সামনে খুব ভালো কাজ করার ইচ্ছা আছে। ফুলটাইম মিডিয়ায় থাকতে চাই। নিজেকে অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত করতে চাই। আমার মনের মতো করে সব করে যেতে চাই। আমি এখন যেভাবে কাজ করছি, ঠিক সেভাবেই কাজ করে যেতে চাই।