ভোলায় এক হাজার ৪০৫ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজাসহ সুকুমার মিস্ত্রি (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা পুলিশ।
আজ সোমবার (২৪ জুন) বিকেলে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাকে মাদকসহ আটক করা হয়।
আটককৃত সুকুমার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল গ্রামের নারায়ণ চন্দ্র মিস্ত্রীর ছেলে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি দল ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় লঞ্চ যাত্রী সুকুমারকে এক হাজার ৪০৫ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজাসহ আটক করা হয়।
এ ঘটনায় আটককৃত সুকুমারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
 
                                 
                                 
                                         
                                         
                                         
                                        





