সিরাজগঞ্জের কাজিপুরে পুকুরের পানিতে ডুবে মিহান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার বিকেলে কাজিপুর পৌর শহরের দিয়ারা চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মিহান পৌর শহরের দিয়ারা চরপাড়া গ্রামে আব্দুল মালেকের ছেলে।
কাজিপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর তছির উদ্দিন জানান, সোমবার বিকেল তিনটার দিকে শিশু মিহান বাড়ির পাশে খেলাধুলা করার সময় সকলে অগচরে পানিতে পড়ে যায়। পরে খোজাখুজি করে কোথাও পাওয়া যায় না । কিছু সময় পরে শিশুটির মরদেহ পুকুরের পানিতে ভেশে উঠে।
 
                                 
                                 
                                         
                                         
                                         
                                        





