ভোরের ঘন কুয়াশায় ছেয়ে যাচ্ছে পঞ্চগড়

প্রতীকী ছবি

জীব ও পরিবেশ

ভোরের ঘন কুয়াশায় ছেয়ে যাচ্ছে পঞ্চগড়

  • পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত ১ অক্টোবর, ২০২০

হিমালয়ের পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। গত চার-পাঁচ দিনের লাগাতার বৃষ্টির পর পঞ্চগড়ে এসেছে মোহময় সাদা কুয়াশা। প্রতি বছরের মতো এবারও আগে ভাগেই দেখা মিলল প্রিয় অতিথির। শীত আগমনের বার্তা নিয়ে এসেছে সে। ভোর বেলা কুয়াশার চাঁদরে ঢেকে পড়ছে সবকিছু। প্রকৃতিতে এক অপরুপ দৃশ্য সৃষ্টি হয় তখন। ঠান্ডা নেই। খুব বেশী গরমও নেই রাতের বেলা।

নাতিশীতোষ্ণ পঞ্চগড়। সাধারণ মানুষ ভোর বেলায় বেশ উপভোগ করছেন কুয়াশা। পর্যটকদের চোখেও অবাক বিষ্ময়। আস্তে আস্তে বেড়ে যাবে কুয়াশার আস্তরণ। শীত এলেই সূর্যকে জড়িয়ে ধরবে কুয়াশা। তখন হয়তো দিনের পর দিন দেখা মিলবে না সূর্যের।হিমালয় থেকে পঞ্চগড়ের দূরত্ব খুব কম হওয়ার কারণে কয়েকদিন ধরে ভোর থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে এখানে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads