নেত্রকোণার কলমাকান্দায় ভারতীয় মদসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে আটক তিন যুবককে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল বুধবার রাত ১০টার দিকে এ সাজা প্রদান করেন উপজেলার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা।
এ সময় তিনি দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অপর এক যুবককে ৫ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন।
এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্তরা হলেন, নেত্রকোণার বারহাট্টা উপজেলার গরমা গ্রামের মো. কালা চাঁন মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া (৩৩) ও কলমাকান্দা উপজেলার লেংগুরা ফুলবাড়ী গ্রামের মো. আব্দুল হান্নানের ছেলে মো. হারিজ উদ্দিন (১৯)। আর অর্থদন্ড প্রাপ্ত হলেন কলমাকান্দার লেংগুরা ফুলবাড়ী গ্রামের আলমাস মিয়ার ছেলে আজাদ মিয়া (২১)।
এ কাজে ব্যবহৃত একটি পালসার মোটর সাইকেল ও ২ বোতল ভারতীয় মদ জব্দ দেখিয়ে দন্ডাদেশ প্রাপ্তদেরকে কলমাকান্দা থানা হেফাজতে দেয়া হয়েছে।
বিজিবি’র লেংগুরা বিওপি ইনচার্জ সুবেদার রহমতুল কবির জানান বিজিবি বিওপির সদস্যরা সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে কলমাকান্দার সীমান্তবর্তী ফুলবাড়ী এলাকায় তিনজন আরোহীসহ একটি পালসার মোটর সাইকেল থামিয়ে এবং তাদের দেহ তল্লাশী করে ২ বোতল ভারতীয় মদ পায়। পরে তাদেরকে লেংগুরা বিওপিতে নিয়ে আসে বিজিবি’র সদস্যরা।
পরে এবিষয়টি কলমাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবগত করলে তিনি রাত ১০টার দিকে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ওই তিন যুবককে এ সাজা প্রদান করেন।