একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় উপকরণ কেনার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় মোট সাত ধরনের উপকরণ কিনছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা সূত্র এ তথ্য জানায়।
ভোটগ্রহণের প্রয়োজনীয় উপকরণগুলো হচ্ছে- অমোচনীয় কালির কলম, ব্যালট বাক্সের সিল, স্ট্যাম্প প্যাড, রেড সিলিং ওয়াক্স, অফিসিয়াল সিল, মার্কিং সিল ও ব্রাশ সিল।
ইসি সূত্র জানায়, চলতি বছরের অক্টোবর থেকে ২০১৯ সালের জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই নির্বাচন উপকরণ কেনার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এসব উপকরণ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনেও ব্যবহার করা হবে। একাদশ সংসদ নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে এ নির্বাচন।
নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, স্ট্যাম্প প্যাড কেনা হবে ৬ লাখ ১৯ হাজার ৫০০টি। রেড সিলিং ওয়াক্স ১৭ হাজার ৪২০ কিলোগ্রাম, অফিসিয়াল সিল ৫ লাখ ৭৮ হাজার, মার্কিং সিল ১১ লাখ ৫৬ হাজার এবং ব্রাশ সিল কেনা হবে ৮৭ হাজার ১০০টি। আর অমোচনীয় কালির কলম ৬ লাখ ৬৫ হাজার এবং ৩৪ লাখ ৪০ হাজার ব্যালট বাক্সের সিল কিনবে কমিশন।
ইসির নির্বাচন পরিচালনা শাখা-১-এর উপসচিব মাহফুজা আক্তার বলেন, জাতীয় নির্বাচনের খুব বেশিদিন বাকি নেই। তাই এখন থেকেই উপকরণ কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা নির্বাচনী উপকরণ কেনার জন্য দরপত্র আহ্বান করেছি। আগামী জুনেই এসব উপকরণ কেনা হবে।
এর আগে ব্যালট পেপার ছাপানোর জন্য বিজি প্রেসকেও (গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস) কাগজ কিনে কাজ শুরুর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচনের আগে আগে আরো কিছু উপকরণ কেনার প্রয়োজন পড়ে, যা ভোটকেন্দ্র প্রস্তুত করতে ব্যবহার হয়। এক্ষেত্রে প্রিসাইডিং কর্মকর্তাদের থোক বরাদ্দ দিয়ে তাদের মাধ্যমেই কাজগুলো সম্পন্ন করা হবে।