ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন, বিপণন এবং ওজন ও পরিমাপে কারচুপি রোধে অভিযান জোরদারে বিএসটিআইকে নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, জনস্বার্থে যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে আপসহীন ভূমিকা পালন করতে হবে। অসাধু ব্যবসায়ীরা যাতে নিম্নমানের, ভেজাল ও অস্বাস্থ্যকর পণ্য কেনাবেচার মাধ্যমে রমজানের পবিত্রতা বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
বিশ্ব মেট্রোলজি দিবস-২০১৮ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) মিলনায়তনে ‘আন্তর্জাতিক পদ্ধতির এককসমূহের ক্রমবিবর্তন’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। বিএসটিআই মহাপরিচালক সরদার আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এনামুল হক, বিএসটিআইয়ের পরিচালক (মেট্রোলজি) মো. আনোয়ার হোসেন মোল্লা।
শিল্পমন্ত্রী বলেন, বিজ্ঞানের নিত্যনতুন আবিষ্কার, শিল্প উৎপাদন, আন্তর্জাতিক বাণিজ্য, পরিবেশ সুরক্ষাসহ প্রতিটি বিষয়ে পরিমাপের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। শিল্প ক্ষেত্রে জ্বালানির দক্ষতা পরিমাপ, যানবাহন থেকে নিঃসৃত ধোঁয়া, ধুলাবালু, বায়ুদূষণ ইত্যাদি সহনীয় মাত্রায় রাখতে মেট্রোলজি বা পরিমাপ বিজ্ঞান বিরাট ভূমিকা রাখে। বাংলাদেশে ইতোমধ্যে আন্তর্জাতিক মানের মেট্রোলজি ল্যাবরেটরি স্থাপন করে অভিন্ন আন্তর্জাতিক পরিমাপ পদ্ধতি অনুসরণের সুযোগ জোরদার করা হয়েছে।
অনুষ্ঠানে বিএসটিআই মহাপরিচালক বলেন, বিএসটিআইয়ের ল্যাবরেটরি, প্রোডাক্টস সার্টিফিকেশন সিস্টেম এবং ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন ইতোমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। এসব পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের মান সনদ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র ভারত সম্প্রতি বাংলাদেশের ২১টি পণ্যের অনুকূলে বিএসটিআই প্রদত্ত মান সনদ গ্রহণ করেছে।