সারা বিশ্বে ছবির মতো দেখতে সুন্দর যত ক্রিকেট স্টেডিয়াম আছে তার একটি শ্রীলঙ্কার গল স্টেডিয়াম। এখন এই স্টেডিয়ামটি হুমকির মুখে পড়েছে।
কর্তৃপক্ষ বলছে, স্টেডিয়ামটি ভেঙে ফেলা হতে পারে। কারণ, এর ফলে পার্শ্ববর্তী একটি দুর্গের হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্যের মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে এই গল ক্রিকেট স্টেডিয়ামটি অনেক বেশি বিখ্যাত এ কারণে যে, এর পেছনেই ভারত মহাসাগর। সেখানে বসে খেলা দেখার সময় সমুদ্রের অপূর্ব নৈসর্গিক দৃশ্যও চোখে পড়ে। কিন্তু এর ফলে হুমকির মুখে পড়েছে তার পাশেই অবস্থিত সপ্তদশ শতাব্দীতে নির্মিত এক ডাচ দুর্গ।
শ্রীলঙ্কার সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ওইজেদাসা রাকাপাকশে বলেছেন, দুর্গটির পাশে বেশ কিছু অবৈধ স্থাপনা গড়ে ওঠায় এর বিশ্ব ঐতিহ্যের মর্যাদা হুমকির মুখে পড়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো এই দুর্গটিকে বিশ্ব ঐতিহ্য এলাকা বলে মর্যাদা দিয়েছে।
সংস্কৃতিমন্ত্রী বলেছেন, এসব স্থাপনার মধ্যে রয়েছে ৫০০ আসনের একটি প্যাভিলিয়ন স্ট্যান্ড। ২০০৪ সালের সুনামির আঘাতে ক্রিকেট গ্রাউন্ডটি ধ্বংস হয়ে যাওয়ার পর এই প্যাভিলিয়নটি পুনর্নির্মাণ করা হয়।