ভূরুঙ্গামারী সীমান্তে এক ভারতীয় নাগরিক আটক

ছবি : সংগৃহীত

সারা দেশ

ভূরুঙ্গামারী সীমান্তে এক ভারতীয় নাগরিক আটক

  • ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জুলাই, ২০১৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিংঝাড় সীমান্তে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ভারতীয় নাগরিকের নাম শ্রী শিবা চন্দ্র।

জানা গেছে, গতকাল শনিবার ২৭ জুলাই মধ্য রাতে উপজেলার শিংঝাড় সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৫৫ এর পাশ দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিজিবির ১৫ ব্যাটালিয়নের শিংঝাড় ক্যাম্পের টহলরত একটি দল তাকে আটক করে। শিবা ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার দূর্গানগর গ্রামের শ্রী গরদান চন্দ্রের পুত্র বলে বিজিবি সূত্রে জানা গেছে।

বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ারুল আলম আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads