বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

ফাইল ছবি

জাতীয়

বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জুলাই, ২০১৯

বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।গত ২৪ ঘণ্টায় ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপতাল ও বেসরকারী ক্লিনিকে ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিসা নিচ্ছেন। এসব রোগীরা ঢাকায় আক্রান্ত হওয়ার পর বগুড়ায় ফিরে এসে চিকিৎসা নিচ্ছেন।

আক্রান্তদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী ও চাকরিজীবী। চিকিৎসাধীন রোগীর মধ্যে একজন চিকিৎসক রয়েছেন। তার নাম ডা. আল মামুন। তিনি বগুড়ার পরমাণু চিকিৎসা কেন্দ্রের চিকিসক।

বগুড়ার সিভিল সার্জন ডা.গউসুল আজীম জানিয়েছেন, এ পর্যন্ত বগুড়ায় ৬০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বেসরকারী ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছেন। রোববার নতুন ১৯ রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ জন এবং একটি বেসরকারী ক্লিনিকে ৪ জন। সব মিলিয়ে বগুড়া মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছে ৩৬ জন। এর মধ্যে ৩০ জন পুরুষ ও ৬ জন মহিলা। 

তিনি জানান, স্বাস্থ্য বিভাগের সব মাঠ পর্যায়ের কর্মচারী কর্মকর্তাদের সচেতনতামুলক ক্যাম্পেইন চলানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জেলা ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু সংক্রান্ত হেল্প ডেস্ক খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হেল্প ডেস্ক থেকে কাউন্সিলিং ও সচেতনতাসহ সরকারি গাইড লাইন অনুযায়ী সবধরনের সেবা দেয়া হবে।

বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আরিফুর রহমান তালুকদার জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত এক চিকিৎসক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডা. আল মামুন নামে ওই চিকিৎসক বগুড়া পরমাণু শক্তি কমিশনের চিকিৎসক। তিনিও ঢাকা থেকে ফিরেছেন।

তিনি জানান,মেডিক্যাল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ৫৬ জন ভর্তি হয়েছিল। এর মধ্যে ১৪ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন এবং ৬ জনকে অন্যত্র রেফার্ড করা হয়েছে। গত দু’ দিনে ডেঙ্গুর রোগে আক্রান্ত বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads