জাতির পিতার সমাধিতে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

জাতির পিতার সমাধিতে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

  • গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জুলাই, ২০১৯

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ফজিলাতুনন্নেসা ইন্দিরা। আজ রোববার দুপুর আড়াইটায় সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তাবক অর্পন করে তিনি এ শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিমন্ত্রী সেখানে ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করেন।

এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

গোপালগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নার্গিস রহমান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান, মীরকাদিম পৌরসভার মেয়র শহীদুল ইসলাম শাহীন, নাসিমা আক্তার রুবেল, পরশিয়া সুলতানা, কাজী জোনাকী, মোসা. নাদিরা বেগম শান্তাসহ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads