স্মার্টফোনের নিরাপত্তা ব্যবস্থার জন্য ফিঙ্গারপ্রিন্ট অথেনটিকেশনের ব্যবহার বাড়ছেই। বর্তমানে কিছু হাইএন্ড ফোনে ফেস রিকগনিশন ব্যবস্থা ব্যবহার করা হলেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ব্যবহারই বেশি।
নতুন একটি গবেষণায় দেখা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে একটি মাস্টার ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে তার মাধ্যমে ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথেনটিকেশন সিস্টেমকে ভেদ করা সম্ভব। তালা খুলতে ব্যবহূত মাস্টার চাবি যেভাবে কাজ করে, মাস্টার ফিঙ্গারপ্রিন্টও অনেকটা একই বিষয়। সম্প্রতি মাদারবোর্ড সাময়িকীতে এ গবেষণার বিস্তারিত প্রকাশ করেছেন গবেষকরা।
গবেষকরা বলছেন, এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে ফোন আনলক করার পাশাপাশি অন্যান্য সার্ভিসে থাকা ফিঙ্গারপ্রিন্টও আনলক করা সম্ভব। ব্যবহারকারী যদি তার ফোনের পাসওয়ার্ড ভুলে যায়, সেক্ষেত্রে মাস্টার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সহজেই ফোন আনলক করতে পারবেন।
তবে এখানে একটি উদ্বেগের ব্যাপার রয়েছে বলে মনে করছেন এ প্রযুক্তি নিয়ে কাজ করা গবেষকরা। তারা বলছেন, মাস্টার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি মূলত ফোনের বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থাকে বাইপাসের মাধ্যমে ফোন আনলক করে। অথচ ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে নিরাপত্তা ব্যবস্থার একটি আদর্শ ব্যবস্থা হিসেবেই ধরা হয়। তবে বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থাও যে সবসময় নিরাপদ নয়, এ গবেষণা তেমনটিই দেখিয়েছে।
এ গবেষণার মাধ্যমে তৈরি করা মাস্টার ফিঙ্গারপ্রিন্টে রয়েছে বিপুলসংখ্যক বাস্তব ফিঙ্গারপ্রিন্ট যার মাধ্যমে অনেক ডিভাইস আনলক করা যাবে। ডিপ মাস্টারপ্রিন্টস নামক ডাটাবেজটিতে ছয় হাজারের বেশি মানুষের ফিঙ্গারপ্রিন্ট আছে বলেও মাদারবোর্ডে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।