উদ্ধার টোকান পাখি অবমুক্ত বঙ্গবন্ধু সাফারি পার্কে

টোকান পাখি

সংগৃহীত ছবি

জীব ও পরিবেশ

উদ্ধার টোকান পাখি অবমুক্ত বঙ্গবন্ধু সাফারি পার্কে

  • গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২০ নভেম্বর, ২০১৮

র্যাব-১১-এর সহায়তায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানে উদ্ধার হওয়া বিরল প্রজাতির টোকান ও ইকলেকটাস পাখিগুলো গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে। বর্তমানে পার্কের বিশেষ বেষ্টনীতে তাদের রাখা হয়েছে। গত রোববার রাতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে পাখি তিনটি হস্তান্তর করে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক জানান, গত শনিবার ঢাকার উত্তরার আশকোনা এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১১-এর সহায়তায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি দল আমদানি নিষিদ্ধ দুটি টোকান ও একটি ইকলেকটাস প্যারোট উদ্ধার করে। এ ছাড়া রোববার সকালে টঙ্গী রেলস্টেশনে অভিযান চালিয়ে ৩৫টি নানা প্রজাতির পাখি জব্দ করা হয়। এগুলো ভাওয়াল জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ১৪ জুন নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকায় অভিযান চালিয়ে দুটি চিতাবাঘসহ গ্রেফতার আরিফুল ইসলাম ও শওকত ইমরান মিঠুর দেওয়া তথ্য মতে ঢাকার ধানমন্ডি থেকে ১ নভেম্বর তরিকুল ইসলাম নামের অপর পাচারকারীকে গ্রেফতার করা হয়। তারই ধারাবাহিকতায় ১৭ নভেম্বর আশকোনা এলাকায় অভিযান চালিয়ে পাখিসহ ওই চারজনকে আটক করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ফরেস্ট রেঞ্জার মোতালেব হোসেন জানান, প্যারোট পার্কে থাকলেও টোকান সাফারি পার্কে ছিল না। বর্তমানে পাখি তিনটিকে পার্কে বিশেষ বেষ্টনীতে রাখা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads