আনন্দ বিনোদন

ভিন্ন চরিত্রে আলিয়া

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ৪ মে, ২০১৮

গুপ্তচরবৃত্তির ওপর নির্মিত ‘রাজি’ ছবিতে একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। দেশের জন্য গুপ্তচরের কাজ করেন আলিয়া। আর তাই তার বিয়ে দেওয়া হয় পাকিস্তানের এক সেনা কর্মকর্তার সঙ্গে। কর্তব্যের খাতিরে দিনের পর দিন শত্রু দেশে কাটান তিনি এবং গোপন সব খবর পাঠাতে থাকেন ভারতে। ছবির পরতে পরতে রয়েছে টানটান উত্তেজনা।

মেঘনা গুলজার পরিচালিত এবং জংলি পিকচার্স ও ধর্মা প্রোডাকশনস প্রযোজিত ছবি ‘রাজি’র ট্রেলার ও গান ইতোমধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছে। মেয়ে, স্ত্রী ও গুপ্তচরের ভূমিকায় আলিয়া ভাটের অভিনয় নিয়েও চারদিকে এখন প্রশংসার জোয়ার। এসবের মধ্যে রয়েছে আরো একটি সুখবর।

সেটা হলো, ব্রিটিশ সেন্সর বোর্ড ‘রাজি’কে ‘টুয়েলভ এ’ ক্যাটাগরিতে সার্টিফিকেট দিয়েছে। মানে আনকাট সেন্সরশিপ। অনুমোদিত রানটাইম ১৩৮ মিনিট অর্থাৎ‍ ২ ঘণ্টা ১৮ মিনিট। বিনীত জৈন, করণ জোহর, হিরু জোহর, অপূর্ব মেহতা ও প্রীতি সাহানি প্রযোজিত এই ছবিটি মুক্তি পাবে আগামী ১১ মে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads