ভারত-পাকিস্তানের মধ্যস্থতা করতে সম্মত রাশিয়া

ছবি : সংগৃহীত

বিদেশ

ভারত-পাকিস্তানের মধ্যস্থতা করতে সম্মত রাশিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ১ মার্চ, ২০১৯

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান তীব্র উত্তেজনা থামাতে দুই দেশের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করতে রাজি আছে রাশিয়া। প্রতিদ্বন্দ্বী দুটি দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ এবং একটি সর্বাত্মক যুদ্ধের হুমকির মুখে রাশিয়া এ প্রস্তাব দিল। খবর পার্সটুডের।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেন। পাক-ভারত উত্তেজনা নিরসনে রাশিয়া মধ্যস্থতা করবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেন, তারা যদি চায় তাহলে অবশ্যই তা করবে রাশিয়া।

এর আগে বুধবার চীনে অনুষ্ঠিত একটি সম্মেলনের অবকাশে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে কথা বলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমে আসবে বলে ওই সাক্ষাতের পর ল্যাভরভ আশা প্রকাশ করেন।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও পাকিস্তান ও ভারতের মধ্যে মধ্যস্থতা করতে মস্কোর প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় আমরা উদ্বিগ্ন। বিশেষ করে নিয়ন্ত্রণ রেখা বরাবর দুদেশের সেনাবাহিনী যে মহড়া দেখাচ্ছে তা সামরিক সংঘাতে রূপ নিতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads