ভারতে বাস খাদে পড়ে নিহত ৪৪

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে খাদেপড়ে যাওয়া যাত্রীবাহী বাস

ছবি : টাইমস অব ইন্ডিয়া

ভারত

ভারতে বাস খাদে পড়ে নিহত ৪৪

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১ জুলাই, ২০১৮

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অনেক লোক। 

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল নয়টার দিকে পৌরি গারওয়াল জেলার দুমাকট এলাকায় যাত্রীবাহী বাসটি ৬০ মিটার উপর থেকে একটি গভীর খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটেছে।

জানা গেছে, রোববার সকালে ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি উত্তরাখণ্ডের বোয়ান থেকে রামনগর যাচ্ছিল। পৌরি গারওয়াল জেলার ননিধন্দ এলাকায় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৬০ ফুট নিচে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২০ জনের। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে অন্যদের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ওই ঘটনার পর উদ্ধার অভিযান শুরু চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads