ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

ভারতে আইটি ব্যবসার সহজ সুবিধা চায় বিসিএস

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ এপ্রিল, ২০১৮

ভারতে সহজে আইটি ব্যবসা করার সুবিধা চায় বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। সম্প্রতি অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিসিএসের সভাপতি প্রকৌশলী সুব্রত সরকার ভারতের সঙ্গে এই খাতের পণ্যে বিপণন প্রক্রিয়াকে সহজ করার আহ্বান জানান।

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সঙ্গে ভারতের বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সাধারণ সদস্য পরিষদের সদস্য হিসেবে বক্তব্য রাখার সময় সুব্রত সরকার বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ আইটি সংগঠন বিসিএস বাংলাদেশের তথ্যপ্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভারতের নেসকমের সঙ্গেও আমরা যৌথভাবে কাজ করি। ভারতীয় প্রতিষ্ঠানগুলো যত সহজে বাংলাদেশে কাজ করতে পারে, বাংলাদেশি আইটি প্রতিষ্ঠানগুলোর জন্য ভারতে কার্যালয় পরিচালনা বা পণ্যের বিপণন করার প্রক্রিয়াগুলো অতটা সহজ নয়। তাই আমরা এফবিসিসিআইয়ের মাধ্যমে আপনাদের কাছে এই প্রক্রিয়াকে সহজ করার আহ্বান জানাই।

তিনি বলেন, বাংলাদেশে সফটওয়্যারের বাজার সমৃদ্ধ হচ্ছে। এ ছাড়া যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে আইটি সেক্টরে কাজ করার জন্য ভৌত অবকাঠামো, হাইস্পিড ইন্টারনেট কানেক্টিভিটিসহ যুগোপযোগী সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। আমরা আন্তরিকভাবে ভারতের প্রতিষ্ঠানগুলোকে এই পার্কে যৌথভাবে অথবা এককভাবে কাজ করার আহ্বান জানাই।

সুব্রত সরকার বলেন, পৃথিবীতে প্রতিদিন হার্ডওয়্যারের চাহিদা বাড়ছে। দূরত্বের দিক থেকে যশোর ভারতের কাছেই। তাই হার্ডওয়্যার উৎপাদনের জন্য ভারতীয় আইটি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ করার সুযোগ রয়েছে। আইসিটি মন্ত্রণালয়সহ প্রযুক্তি সংগঠনগুলো বিনিয়োগে পরিপূর্ণ সহযোগিতা দেবে।

এ সময় বিসিএস সভাপতির বক্তব্যকে গুরুত্ব দিয়ে এফবিসিসিআইয়ের সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন ভারতের বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি চন্দ্র শেখর ঘোষকে বাংলাদেশে আইটি সেক্টরে বিনিয়োগ করার আহ্বান জানান। চন্দ্র শেখর ঘোষ এই প্রস্তাবে সদয় সম্মতি জ্ঞাপন করে বিষয়টি বিবেচনা করার সঙ্কল্প ব্যক্ত করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads