মিশরের তারকা স্ট্রাইকার মোহাম্মদ সালাহকে নিয়ে এই মুহূর্তে বিশ্বব্যাপী বেশ আলোচনা চলছে। কিন্তু তার পরিচয় বেশ বড় হৃদয়ের একজন ব্যক্তি হিসেবে। নিরিবিলি স্বভাবের মানুষ তিনি।
ইনজুরি টাইমে তার করা এক গোলেই ১৯৯০ সালের পর প্রথম বিশ্বকাপে পৌঁছেছে মিশর। এরপর মিশরের একজন ব্যবসায়ী তাকে বিলাসবহুল একটি বাড়ি উপহার দিতে চেয়েছিলেন।
বিবিসি জানায়, কিন্তু সেই উপহার প্রত্যাখ্যান করেন সালাহ। বরং ওই বাড়ি বানাতে যে পরিমাণ অর্থ লেগেছে তা সালাহ তার গ্রামের উন্নয়নে সাহায্য হিসেবে দিয়ে দেওয়ার আহবান জানান।