সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ছবি সংগৃহীত

রাজনীতি

ব্রিটিশ আইনজীবীকে বাধা ভারতের অভ্যন্তরীণ বিষয়: কাদের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ জুলাই, ২০১৮

যুক্তরাজ্যে লর্ড সভার সদস্য এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবী আলেক্স কারলাইলকে ভারতে ঢুকতে না দেওয়ার বিষয়ে সরকারের কোনো হাত নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় কোরবানির ঈদের সড়ক প্রস্তুতি পরিদর্শন করতে এসে ওবায়দুল কাদের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে ভারত থেকে ফিরিয়ে দেয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারের কোনো হাত নেই এবং এটা সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ ব্যাপার।

গত বুধবার যু্ক্তরাজ্যের উচ্চকক্ষ পার্লামেন্ট হাউস অব লর্ডসের সদস্য ও আইনজীবী লর্ড আলেক্সান্ডার কার্লাইলের ভিসা বাতিল করে ভারত সরকার। ফলে নয়াদিল্লি বিমানবন্দর থেকে ফিরে যেতে হয় তাকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads