ব্যর্থদের রাজনীতি থেকে বিদায় নিতে হবে : খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

সংরক্ষিত ছবি

রাজনীতি

ব্যর্থদের রাজনীতি থেকে বিদায় নিতে হবে : খসরু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ জুলাই, ২০১৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ রাজনীতিবিদদের রাজনীতি থেকে বিদায় নিতে হবে। জাতি ঐক্যবদ্ধ, নাগরিকরা ঐক্যবদ্ধ, এখন রাজনীতিবিদদের সিদ্ধান্ত নিতে হবে তারা ঐক্যবদ্ধ হতে পারবেন কি না। গতকাল রোববার এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে’ বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃৃতিক জোট এ সমাবেশের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, জাতি নিবিড়ভাবে প্রত্যক্ষ করছে এবং পর্যবেক্ষণ করছে কোন রাজনীতিবিদ জনগণের পক্ষে যাচ্ছে এবং কোন রাজনীতিবিদ অথবা দল জনগণের বিপক্ষে যাচ্ছে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের সংগ্রামে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আমাদের একত্রিত হতে হবে। গণতন্ত্রের শত্রুরা বাইরে থাকবে। গণতন্ত্রের বন্ধুরা এ ঐক্যের মধ্যে আসবে।

সিটি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই বলেন জেনে-শুনে কেন এইসব নির্বাচন করছেন, প্রহসনের অংশীদার কেন হচ্ছেন? জবাবে আমরা বলেছি, সরকারের মুখোশ উন্মোচন করার জন্য নির্বাচন করছি। বার বার মুখোশ উন্মোচনের জন্য বার বার নির্বাচন করছি।

জাতীয়তাবাদী সাংস্কৃৃতিক দলের উপদেষ্টা মো. সালমান ওমর রুবেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকমল বড়ুয়া, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads