ছবি: সংগৃহীত

বিজ্ঞান ও প্রযুক্তি

বৃহস্পতির মেঘ!

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১০ এপ্রিল, ২০১৮

এটা ভিনসেন্ট ভ্যান গগের আঁকা কোনো ছবি নয়, নয় অন্য কোনো ইমপ্রেশনিস্ট শিল্পীর আঁকা কোনো চিত্রকর্মও। আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির আকাশের মেঘমালা প্রকৃতির খেয়ালেই এই রূপ ধারণ করেছে।

ছবিটি গত ১ এপ্রিল শেষ রাতের দিকে তুলেছে সেখানে পাঠানো মহাকাশ যান জুনো। মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা জানিয়েছে, ছবিটি তোলার সময় বৃহস্পতির আকাশের ওই মেঘমালা থেকে কমপক্ষে ৭ হাজার ৬৫৯ মাইল বা ১২ হাজার ৩২৬ কিলোমিটার উপরে অবস্থান করছিল।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads