বৃষ্টি প্রবণতা অব্যাহত থাকতে পারে

আগামী তিনদিন সারা দেশে বৃষ্টি প্রবণতা অব্যাহত থাকতে

ছবি সংরক্ষিত

আবহাওয়া

বৃষ্টি প্রবণতা অব্যাহত থাকতে পারে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২ জুন, ২০১৮

আগামী তিনদিন সারা দেশে বৃষ্টি প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দম্কা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

গত চব্বিশ ঘণ্টায় চুয়াডাঙ্গায় ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া রাজশহীর বদলগাছীতে ৭৭ মিলিমিটার ও বরিশালে ৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার অবস্থা অনুকূলে রয়েছে। পশ্চিমা লঘুচাপ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads