প্রস্তাবিত বিধিতে ক্যাডারভুক্তির ধারা বাতিল দাবি

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি লোগো

সংরক্ষিত ছবি

বাংলাদেশ

প্রস্তাবিত বিধিতে ক্যাডারভুক্তির ধারা বাতিল দাবি

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ জুলাই, ২০১৮

প্রস্তাবিত আত্তীকরণ বিধিমালা, ২০১৮-এর ক্যাডারভুক্তির ধারা বাতিলের দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সমিতির নেতারা বলছেন, নব্য জাতীয়করণকৃত সরকারি কলেজ শিক্ষকদের শিক্ষা ক্যাডারে মেনে নেওয়া হবে না। সহসাই এ সমস্যার সমাধান না হলে আবারো আন্দোলনে নামতে বাধ্য হবেন শিক্ষা ক্যাডারের শিক্ষক-কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সমিতির সভাপতি অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খন্দকার। লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির মহাসচিব শাহেদুল খবির চৌধুরী। সংবাদ সম্মেলনে সমিতির নেতাদের মধ্যে সহসভাপতি সুকুমার দত্ত, যুগ্ম সচিব মাসুদা বেগম, দফতর সচিব সৈয়দ মইনুল হাসান, প্রচার সচিব কামাল উদ্দিন, সাংগঠনিক সচিব শহীদুল ইসলাম, কোষাধক্ষ খান রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, জাতীয়করণের তালিকাভুক্ত ২৮৫ কলেজের শিক্ষকদের নন-ক্যাডার করে সরকারিকরণ করার ব্যাপারে প্রধানমন্ত্রী চূড়ান্ত সম্মতি দিয়েছেন। এক মাসের মধ্যে একটি বিধি জারি করা হবে। এই বিধিতে বেসরকারি শিক্ষকদের নন-ক্যাডার করা হলেও পরবর্তীতে তাদের একটি ভিন্নধর্মী পরীক্ষার মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত হওয়ার সুযোগ থাকবে। তবে বাংলাদেশ সিভিল সার্ভিসের মৌলিক বিধিমালার ব্যত্যয় ঘটিয়ে নিয়মিত, উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ ও উত্তীর্ণ হওয়া ব্যতিরেকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করার চেষ্টা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কাছে গ্রহণযোগ্য নয়। সমিতির সভাপতি সেলিম উল্লাহ বলেন, নন-ক্যাডার শিক্ষকদের ক্যাডারভুক্ত না করতে আমরা দীর্ঘদিন প্রতিবাদ জানিয়ে আসছি। সরকারের পক্ষ থেকে বার বার আমাদের দাবি মেনে নিলেও তা বাস্তবায়ন করা হয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads