১৪ জুন পর্দা উঠেছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত ফুটবল বিশ্বকাপের। সারা বিশ্ব মেতেছে ফুটবল বিশ্বকাপে। পিছিয়ে নেই বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও। তারাও ভাসছে ফুটবল উন্মাদনায়। এর সঙ্গে শামিল হয়েছে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। মধুর ক্যান্টিন থেকে শুরু করে ক্লাসরুম, আবাসিক হলগুলোতে সর্বত্র আলোচনার বিষয় এখন ফুটবল বিশ্বকাপ। কে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি নাকি স্পেন। এই নিয়ে চলছে নানা তর্ক-বিতর্ক।
বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে সমর্থকরা প্রধান ফটক থেকে শুরু করে দেয়াল ও বারান্দা নিজ-নিজ পছন্দের দলের পতাকায় সয়লাব। কোন দলের পতাকা কত বড় হলো, তা নিয়ে চলছে অঘোষিত প্রতিযোগিতা। হলগুলো সেজে উঠেছে বিভিন্ন দেশের পতাকায়। ঢাবির জগন্নাথ হলে প্রবেশ করতেই রাস্তার দুপাশে চোখে পড়বে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা। একটু এগিয়ে হল পুকুরের সামনে গেলে দেখা যাবে সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনে ঝুলে আছে জনপ্রিয় দলগুলোর বিশাল তিনটি পতাকা। এ ছাড়া রুমের বারান্দা দিয়ে ঝুলছে বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের পতাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের দেয়ালে আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা আঁকা হয়েছে সর্বত্র। টিভি কক্ষ, অতিথি কক্ষ কোনো কিছুই বাদ যায়নি। প্রতিযোগিতা করে আঁকা হয়েছে এসব পতাকা। কমিটিও গঠন করা হয়েছে সমর্থক গোষ্ঠী নামে। নিজেরা টাকা সংগ্রহ করে শিক্ষার্থীরা বিশ্বকাপ উন্মাদনায় মেতেছেন। বিভিন্ন সমর্থক গোষ্ঠীর দলগুলোর মধ্যে খেলা হচ্ছে প্রীতি ম্যাচ। সেই ম্যাচের ফলাফল নিয়েও চলে উল্লাস। এমনকি ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে জগন্নাথ হলে রীতিমত অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতা।
সবচেয়ে বেশি ক্যাম্পাসে খেলা দেখা নিয়ে। সবাই দল বেঁধে নিজ নিজ দলের জার্সি পরে উপস্থিত হন হলের টিভি রুমে। প্রতিপক্ষ শিবিরে প্রতিটি আক্রমণের সঙ্গে চলে বাঁধভাঙা উল্লাস। মাঝে মাঝে মনে হয় তারাই যেন খোলোয়াড়দের দিক নির্দেশনা দিচ্ছেন। টিভির পর্দার ফুটবলাররা যেন শুনতে পাচ্ছে তাদের।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল, বিজয় একাত্তর হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, অমর একুশে হলেও রয়েছে ব্রাজিল-আর্জেন্টিনার বিশাল বিশাল পতাকা। বিশ্বকাপ উন্মাদনায় ঢাকা বিশ্ববিদ্যালয়। পুরো দেয়ালই ব্রাজিলের পতাকা দিয়ে ঢাকা হয়েছে। অন্যদিকে, আর্জেন্টিনার সমর্থকরা হলের অভ্যন্তরে কক্ষের দরজা থেকে সবখানে আর্জেন্টিনা আর মেসির নাম লিখেছে।
তবে হলের সৌন্দর্য রক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে পতাকা আঁকতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।
আর্জেন্টিনার সমর্থক বিজয় একাত্তর হলের শিক্ষার্থী আলিফ রহমান বলেন, ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশে সবার মধ্যে এক রকম উত্তেজনা কাজ করে। এ নিয়ে অনেকেই নিজ দলের প্রতি সমর্থনের পাশাপাশি অন্য দলকে নিয়ে কটাক্ষ করতে ছাড় দেন না, যা থেকে অনেক সময় অপ্রীতিকর অবস্থাও তৈরি হয়। আমি মনে করি, বিশ্বকাপ ক্রিকেটকে ঘিরে নিজ দলের প্রতি সমর্থন থাকবে তবে এ নিয়ে বাড়াবাড়ি করা উচিত হবে না। আমি আশা করছি ফুটবল জাদুকর মেসির হাতেই বিশ্বকাপ উঠবে।