ক্রিকেট

বিশ্বকাপ নিয়ে আশাবাদী মুশফিক

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ৩ মে, ২০১৮

আগামী বছরের ৩০ মে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ আসর। সময় হাতে রয়েছে আরো প্রায় ১৩ মাস। তবু ইংল্যান্ডের আসর নিয়ে আলোচনা চলছে চূড়ান্ত সূচি ঘোষণা হওয়ার পর থেকেই। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১০ দল প্রত্যেকে একে অন্যের বিপক্ষে খেলবে রবিন রাউন্ড পদ্ধতিতে। নতুন করে চালু করা এই ফরম্যাটে প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশকে নিয়ে আশাবাদী সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

এর আগে, ১৯৯২ সালের বিশ্বকাপ হয়েছিল এই ফরম্যাটে। প্রত্যেক দল প্রত্যেকের মুখোমুখি হওয়ার পর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চার দল খেলেছিল সেমিফাইনাল। সেইবার শিরোপা জিতেছিল ইমরান খানের দল পাকিস্তান। এবার এই পর্বে পৌঁছাতে বাংলাদেশ খেলবে ৯ ম্যাচ, বিশ্বকাপে অংশ নেওয়া প্রত্যেক দলের মুখোমুখি হবে টাইগাররা। নতুন এই ফরম্যাটে রোমাঞ্চিত টাইগারদের অন্যতম সেরা ব্যাটসম্যান ও উইকেটকিপার মুশফিক।

মঙ্গলবার কল্যাণপুরের ‘চাইল্ড ও ওল্ড এইড কেয়ার’ এ গিয়ে মুশফিক কথা বলেন ইংল্যান্ডের আসর নিয়ে। প্রত্যেক দলের মুখোমুখি হওয়া প্রসঙ্গে বলেন, ‘এখনো এক বছরের মতো বাকি আছে। কী হবে, না হবে বলা কঠিন। ওই রকম (প্রত্যেক দলের বিপক্ষে) সুযোগ আমাদের দরকার ছিল। চ্যাম্পিয়নস ট্রফিতে আমাদের ভালো একটা স্মৃতি আছে ইংল্যান্ডে। তাই সবার প্রত্যাশা থাকবে বাংলাদেশ দল আগে যা করেছে, তার চেয়ে ভালো করবে।’

নিজেদের সামর্থ্যে বিশ্বাস আছে মুশফিকের, তাই ‘ভালো কিছুর’ প্রত্যাশাই করছেন তিনি, ‘সেই সামর্থ্য আছে আমাদের। আমি মনে করি, আমরা যারা চার-পাঁচজন সিনিয়র আছি, তার সঙ্গে যদি জুনিয়ররাও মিলে খেলতে পারি, তাহলে ভালো কিছু করার সুযোগ আছে।’

আফগানিস্তান সিরিজ নিয়েও কথা বলেছেন মুশফিক। নিদাহাস ট্রফির পর অনেকটা সময় আন্তর্জাতিক সূচি না থাকায় ‘বিরতিটা’ লম্বা হয়ে গেল কি না, এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘খুব বড় বিরতি কিন্তু হয়নি। খেয়াল করে যদি দেখেন, গত আট-নয় মাস একাধারে ক্রিকেট খেলেছি। বিপিএল, শ্রীলঙ্কা সিরিজ, নিদাহাস ট্রফি, ঘরোয়া লিগ...।’ সঙ্গে যোগ করলেন, ‘দুই সপ্তাহ বিশ্রাম অনেক খেলোয়াড়ের সাহায্য করবে। তারপর ফিটনেস ক্যাম্প থাকবে। আমার মনে হয় পুরো প্রস্তুত হয়েই যেতে পারব। খুব ভালো একটি সিরিজ অপেক্ষা করছে আফগানিস্তানের সঙ্গে। খুব ভালো দুটি সিরিজ সামনে। চেষ্টা করব আফগানিস্তান দিয়ে শুরুটা ভালো করার।’

অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে চোট পেয়েছিলেন মুশফিক। এখন সেরে ওঠার কাজ করছেন তিনি। চোটের অবস্থা সম্পর্কেও জানিয়েছেন তিনি, ‘ফিটনেস শতভাগ এখনো আসেনি, ৯০-৯৫ শতাংশ বলা যায়। গত তিন-চার দিন থেকে আমি দৌড়ও শুরু করেছি।’

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads