বিশ্বকাপে ব্যর্থতার ভুল স্বীকার জার্মানি কোচের

জার্মানি ফুটবল দলের কোচ জোয়াকিম লো

ছবি : ইন্টারনেট

ফুটবল

বিশ্বকাপে ব্যর্থতার ভুল স্বীকার জার্মানি কোচের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ৩১ অগাস্ট, ২০১৮

ফুটবলের বিশ্বকাপ ইতিহাসে ৮০ বছরের মধ্যে সবচেয়ে বড় হতাশার মুখোমুখি হয়েছে জার্মানি দল। আর এই ব্যর্থতায় ভুল স্বীকার করলেন কোচ জোয়াকিম লো।

বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলা জার্মানি রাশিয়ায় গ্রুপ পর্বের দুটি ম্যাচ হারের তেতো স্বাদ নিয়ে বিদায় নেয়। অথচ চার বছর আগে দাপট দেখিয়ে তারা হয়েছিল চ্যাম্পিয়ন। ৮ দশকের মধ্যে সবচেয়ে বড় লজ্জা পেতে হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

আর এই ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন লো। প্রায় দুই ঘণ্টার এক সংবাদ সম্মেলনে ভুল স্বীকার করেছেন তিনি, ‘আমার সবচেয়ে বড় ভুল ছিল যে আমরা দাপুটে ম্যাচ খেলে গ্রুপ পর্ব পার করব, এটা বিশ্বাস করা। আমার জন্য এটা ছিল বড় ধরনের ঔদ্ধত্য।’

জাতীয় দলের সঙ্গে গত ১২ বছরের দারুণ পথচলা, কিন্তু রাশিয়ায় খেলোয়াড়দের মনে সাফল্যের জন্য ক্ষুধা তৈরি করতে পারেননি বললেন লো। তবে আবার এই ডুবে যাওয়া দলকে টেনে তোলার প্রতিশ্রুতি দিলেন তিনি, ‘আমাদের সর্বশক্তি নিয়ে এই দলকে আবার পথে ফিরিয়ে আনতে চাই আমরা।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads