রাশিয়া বিশ্বকাপে খেলার সম্ভাবনা ক্ষীণ জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়েরের। চোটের কারণে গত সেপ্টেম্বর থেকেই তিনি মাঠের বাইরে। চিকিৎসকরা আশা করেছিলেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি অনুশীলন শুরু করতে পারবেন। কিন্তু বুধবার বায়ার্ন মিউনিখের কোচ জাপ হেইঙ্কেস জানিয়েছেন, ‘চলতি মৌসুমের বাকি দুটি ম্যাচে খেলার সম্ভাবনা নেই ম্যানুয়েল ন্যুয়েরের। শনিবার বুন্দেসলিগায় স্টুটগার্ট এবং ১৯ মে জার্মান কাপের ফাইনালে এনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিরুদ্ধে খেলার মতো জায়গায় পৌঁছায়নি সে।’ অর্থাৎ বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য মাত্র দুটি ম্যাচ থাকছে এই গোলরক্ষকের কাছে। অস্ট্রিয়া ও সৌদি আরবের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। তবে এই দুটি ম্যাচেও তার মাঠে নামার সম্ভাবনা ক্রমশ হ্রাস পাচ্ছে। ম্যানুয়েল ন্যুয়ের জানিয়েছেন, ‘ম্যাচ প্রাকটিস ছাড়া বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট খেলা সম্ভব।’
জার্মানির কোচ জোয়াকিম লো অবশ্য এখনো আশাবাদী যে, বিশ্বকাপে তিনি ন্যুয়েরের সার্ভিস পাবেন। সম্ভাব্য স্কোয়াডে তিনি তার নামও রেখেছেন। তবে তার জন্য ২৩ মে থেকে ৮ জুন পর্যন্ত জার্মানির ট্রেনিং ক্যাম্পে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ৩২ বছর বয়সী এই গোলরক্ষককে। উল্লেখ্য, ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের সেরা গোলরক্ষকের সম্মান পেয়েছিলেন ম্যানুয়েল ন্যুয়ের। ‘সুইপার কিপার’ হিসেবে পরিচিত ছয় ফুট চার ইঞ্চি লম্বা এই গোলরক্ষক পেছনে থাকলে ডিফেন্ডাররা বাড়তি সুবিধা পান। জার্মানির রক্ষণের অন্যতম স্তম্ভ জেরোমে বোয়েটেং বলেছিলেন, ‘ম্যানুয়েলের জন্য আমরা বাড়তি ঝুঁকি নিতে পারি। কারণ, প্রয়োজনে বক্সের বাইরে এসে ও বিপক্ষের আক্রমণগুলো নিষ্ক্রিয় করে দিতে পারে।’ ম্যানুয়েল ন্যুয়ের একান্তই খেলতে না পারলে জার্মানির দুর্গ সামলাতে দেখা যাবে বার্সেলোনার মার্ক আন্দ্রে টার স্টেগেনকে। রাশিয়া বিশ্বকাপে এফ গ্রুপে মেক্সিকো, সুইডেন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে রয়েছে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তাদের প্রথম ম্যাচ ১৭ জুন মস্কোর লুঝিনিকি স্টেডিয়ামে মেক্সিকোর বিরুদ্ধে।