• রবিবার, ১৬ মার্চ ২০২৫ | ১৬ চৈত্র ১৪৩১ | ১৬ শাওয়াল ১৪৪৬

আনন্দ বিনোদন

বিশেষ সুরক্ষায় সালমান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১৩ মে, ২০১৮

‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং করতে সাইফ আলী খান, টাবু, নিলম ও সোনালি বেন্দ্রের যোধপুর গিয়েছিলেন সালমান। সেটা ১৯৯৮ সালের কথা। শুটিং চলাকালীন ১ ও ২ অক্টোবর রাতে দুই জায়গায় কৃষ্ণসার শিকারের অভিযোগে সালমানকে সমপ্রতি পাঁচ বছরের সাজা ঘোষণা করে যোধপুর আদালত। মামলায় জামিনও দেওয়া হয় সালমানকে। প্রায় ২০ বছর পর ফের যোধপুরে শুটিং করতে গেছেন সালমান খান।

ডেকান ক্রনিকেলসের খবরে প্রকাশ, আসন্ন ‘রেস ৩’ ছবির শুটিং করতে যোধপুর গেছেন সালমান। শুটিং নির্বিঘ্ন ও সালমানের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি ব্যবস্থা গ্রহণ করেছে যোধপুর প্রশাসন। ‘রেস ৩’ ছবির ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ‘নিরাপত্তা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। রেস-৩ ছবির শুটিং কঠোর নজরদারির মধ্যে হবে। শুধু সালমানকেই নয় অন্য সব কলাকুশলীর নিরাপত্তাও দেওয়া হবে। এখান থেকে কিছু দৃশ্য ছবির ট্রেইলারে ব্যবহার করা হবে। তাই জলদি এখানকার কাজ সেরে ফেলতে চাইছে রেস-৩ কর্তৃপক্ষ। তা ছাড়া ছবি মুক্তি দিতে আর মাত্র মাসখানেক বাকি আছে।’

ছবির কেন্দ্রীয় চরিত্রে কাজ করছেন সালমান ও জ্যাকলিন ফার্নান্দেজ। ছবির নেতিবাচক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ‘দোবারা সি ইউ এভিল’খ্যাত তারকা সাকিব সেলিম। পর্দায় সাকিব সেলিমকে সঙ্গ দেবেন ‘জয় হো’খ্যাত অভিনেত্রী ডেইজি শাহ। এ ছাড়া অভিনয় করতে যাচ্ছেন ববি দেওল। প্রথম ও দ্বিতীয় খণ্ডে অভিনয় করা অনিল কাপুরও থাকছেন তৃতীয় খণ্ডে। ছবিতে তাকে দেখা যাবে সালমানের বাবার চরিত্রে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads