বিলুপ্তির পথে জুম্ম ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি

ছবি : সংগৃহীত

মুক্তমত

বিলুপ্তির পথে জুম্ম ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি

  • প্রকাশিত ১৫ জানুয়ারি, ২০১৯

ভৌগোলিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে পাহাড়ি জুম্মনির্ভর অধিবাসীদের ইতিহাস এবং জীবনাচার অত্যন্ত প্রাচীন। তারা চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, ম্রো, বম, খুমি, খিয়াং, চাক, পাংখোয়া, লুসাই, গুর্খা, অহমিয়া ইত্যাদি নামে পরিচিত হয়ে জীবন ধারণ ও সাংস্কৃতিক ঐক্য সূত্রে দীর্ঘদিন বংশপরম্পরায় বসবাস করছে। এদেশে বসবাসরত বৈচিত্র্যময় পাহাড়ি জুম্ম জাতিসত্তাগুলোর নিজস্ব চিরায়ত ঐতিহ্য ও লোকগীতি-উভগীত-গেংখুলী, খেলাধুলা, পোশাক পরিচ্ছদ, উৎসব অনুষ্ঠান, সংস্কৃতিসহ ঐতিহ্যবাহী অনেক সামাজিক রীতিনীতি পাহাড়ি সমাজ থেকে এখন অনেকটাই হারিয়ে যাচ্ছে।

জুম্ম পাহাড়িদেরে মাঝে বিদ্যমান থাকা সুদীর্ঘ কালের ইতিহাস, ঐতিহ্য আর লালন করে আসা সেইসব প্রাচীনতম সংস্কৃতি, স্বাতন্ত্র্যবোধের নিয়মনীতি ও প্রথাগত রীতি-পদ্ধতি দিনের পর দিন মূল স্রোতধারা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বর্তমানে পাহাড়ি জুম্মদের স্ব-সংস্কৃতি ও ঐতিহ্যবাহী নিয়মনীতিসমূহ অনেকটাই পরসংস্কৃতিপনায় নতুন রূপ নিচ্ছে, যা কোনো অবস্থাতেই জুম্ম সংস্কৃতি ও ঐতিহ্য কালব্যাপী বহমান ধারায় চলে আসা নিয়ম-পদ্ধতির সঙ্গে সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া দুরূহ ব্যাপার।

জুমনির্ভর জনগোষ্ঠীর ঐতিহাসিক তথ্য ও পুরনো ধ্যান-ধারণাসমূহ গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় তাদের সমাজ ব্যবস্থা কালে কালে নানা জাতির, নানা সংস্কৃতির সংমিশ্রণে ধ্বংসপ্রায়, যা অস্বীকার করার কোনো উপায় নেই। পাহাড়ি জুম্মদের বর্তমানে যে হালহকিকত, বিশেষ করে সংস্কৃতি লালন ও চর্চাকরণের ক্ষেত্রে পরসংস্কৃতি গ্রহণ, ধারণ ও চর্চার যে প্রতিযোগিতা তাতে করে স্ব-ঐতিহ্য ও নিজস্ব সংস্কৃতির পরিমণ্ডল বিচ্যুত হতে বাধ্য। এসব বিলুপ্তপ্রায় পাহাড়িদের ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি ও সাহিত্যচর্চা বৃদ্ধি করা না গেলে একসময় এসব স্মৃতি হয়ে থাকবে পাহাড়ের বুকে। পাহাড়ি ক্ষুদ্র ক্ষুদ্র জুম্ম জনগোষ্ঠীর যে লোকজ সংস্কৃতি রয়েছে তা এদেশের একটি অমূল্য সম্পদ। কালের বিবর্তনে ভিন্ন সংস্কৃতির স্রোত প্রবাহে এখানকার অধিবাসীদের সমৃদ্ধিশীল চিরায়ত বর্ণিল ঐতিহ্য লোকজ সংস্কৃতি সংরক্ষণ ও যত্নের অভাবে চিরতরে হারিয়ে যেতে দেওয়া যায় না। দীর্ঘ বছর ধরে দাবি থাকলেও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্য, সংস্কৃতি সংরক্ষণের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। উপযুক্ত পৃষ্ঠপোষকতা ও সংরক্ষণের অভাবে বিলুপ্ত প্রায় পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের কৃষ্টি-সংস্কৃতি।

 

মুনযির আকলাম

লেখক : নিবন্ধকার

moonzeerahcklham@gmail.com

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads