নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ইয়াবাসহ মনিরুজ্জামান সোহাগ (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। গতকাল সোমবার উপজেলার সিধলী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ মনিরুজ্জামান সোহাগ উপজেলার পোগলা ইউনিয়নের পাবই গ্রামের মোঃ আব্দুল কাদেরের ছেলে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানান র্যাব। এসময় তার কাছ থেকে ২শ’ ৮৯ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে র্যাব।
কিশোরগঞ্জ র্যাব-১৪ এর কোম্পানির অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান গণমাধ্যমকর্মীদের কে জানান, মাদক ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান সোহাগ দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় ইয়াবাসহ মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে আজ সোমবার বিকেলে সিধলী বাজার এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার পরিহিত নীল রং-এর জিন্স প্যান্টের পকেট থেকে সিগারেটের খালী প্যাকেটে নীল জীপার মোড়ানো ২শ’ ৮৯ পিচ ইয়াবা জব্দ করা হয়। এদিকে তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।