বিলুপ্তির পথে কাঁসা-পিতল শিল্প

বিলুপ্তির পথে কাঁসা-পিতল শিল্প

সংগৃহীত ছবি

ফিচার

বিলুপ্তির পথে কাঁসা-পিতল শিল্প

  • টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশিত ৭ অগাস্ট, ২০১৮

একসময় টাঙ্গাইলের সমৃদ্ধিশালী ব্যবসা ছিল কাঁসার তৈরি তৈজসপত্র। এই শিল্প টাঙ্গাইলকে করেছে প্রসিদ্ধ। শুধু টাঙ্গাইল নয় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে এই শিল্পের সুনাম ছিল। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে দেশের এই শিল্পটি। টাঙ্গাইলের কাঁসা ও পিতলের তৈরি তৈজসপত্র দেশের চাহিদা মিটিয়েও বিদেশে রফতানি হতো। সুদৃশ্য কারুকার্য ও অনুপম গুণগত মানের জন্যই টাঙ্গাইল জেলা কাঁসা ও পিতলের তৈরি তৈজসপত্র এতটা প্রসিদ্ধ হয়ে উঠেছিল।

টাঙ্গাইল পৌর শহরের কাগমারীর এলাকায় কাঁসা, পিতল ও তামার ধাতুশিল্প আজো নিশ্চিহ্ন হয়ে যায়নি। এখনো কাগমারীসহ টাঙ্গাইল জেলার নানা গ্রামাঞ্চলে এই কাঁসা ও পিতল শিল্পীরা তৈরি করছেন নানা দ্রব্যাদি। চাহিদার ভিত্তিতে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে কাঁসা ও পিতলের শিল্প গড়ে উঠলেও কাগমারী ও সাকরাইল গ্রাম ছিল বেশি প্রসিদ্ধ। একসময় এসব গ্রামে শত শত পরিবার কাঁসা ও পিতল শিল্পী ছিল। দিন-রাত তাদের কাঁসা পেটানোর শব্দে গ্রামগুলো মুখর থাকত। হিন্দুদের মধ্যে কর্মকার সম্প্রদায়ের লোকেরাই এ শিল্পের সঙ্গে বংশানুক্রমে জড়িত। টাঙ্গাইলের কর্মকাররা অত্যন্ত সুনিপুণ কৌশলে নিরলস শ্রম দিয়ে আজো তৈরি করছেন তামা, কাঁসা ও পিতলের থালা, বাটি, কলসি, গ্লাস, জগ, ঝারি, বদনা, ঘটি, লোটা, পঞ্চ প্রদীপদান, মোমবাতিদান, আগর বাতিদান, চামচ, ডেকচি, ডেগ, বোল, খুন্তি, বাটি, পুতুল, ঝুনঝুনি, করতাল, মেডেলসহ বিভিন্ন জিনিসপত্র। একসময় টাঙ্গাইল অঞ্চলের জমিদারদের পছন্দের তৈজসপত্র ছিল এই কাঁসা ও পিতল।

এ বিষয়ে কাঁসা ও পিতল শিল্পের কারিগর গণেশ কর্মকার বলেন, স্বাধীনতার পর চোরাইপথে ব্যাপকভাবে এখানকার কাঁসা ও পিতলের তৈরি জিনিসপত্র ভারতে পাচার হতে থাকায় এবং অবস্থার পরিপ্রেক্ষিতে এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট অনেক দক্ষ কারিগর দেশত্যাগ করায় এই শিল্পের ওপর বিপর্যয় নেমে আসে। এ ধারা অব্যাহত থাকলে এবং সরকারিভাবে উদ্যোগ না নিলে টাঙ্গাইলের প্রাচীন ও ঐতিহ্যবাহী এ লোকশিল্পটি কালের করাল গ্রাসে হারিয়ে যাবে বলে মনে করছেন তিনি। টাঙ্গাইলসহ দেশের ঐতিহ্যবাহী কাঁসা ও পিতল শিল্প রক্ষায় এখনই প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও সহায়তা না দিলে এ শিল্পটি কালের স্রোতে হারিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads