বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে মস্তকবিহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এই ঘটনায় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় উপজেলার শালখুরিয়া ইউনিয়নের মধ্যমাগুড়া গ্রামের ধান ক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম নূরুজ্জামান পুশি(৪০)। সে বিরামপুর উপজেলার কলেজ বাজারের স্থায়ী বাসিন্দা এবং বিশিষ্ট স’মিল ও কাঠ ব্যবসায়ী।
নবাবগঞ্জ উপজেলার স্থানীয় শালখুরিয়া ইউনিয়নের চেয়ারম্যন এনামুল হক নিহত যুবকের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে চেয়ারম্যন জানান, কাঠ ব্যবসার পাওনা টাকা চাইতে গত বুধবার বিকেলে শালখুরিয়া ইউনিয়নের মধ্যমাগুড়া গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে যান নিহত যুবক। এমন অভিযোগে রফিকুলকে বৃহস্পতিবার জিজ্ঞাসা করলে তিনি সন্দেহজনক কথা বললে তাকে আটক করে পুলিশ।
মাঠে ঘাস কাটতে গেলে রফিকুলের বাড়ির পাশের ধান ক্ষেতে মস্তকবিহীন লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে এসে লাশ উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ সন্দেহভাজন রফিকুলের বাড়িতে অভিযান চালিয়ে নিহত ব্যক্তির পরনের জামা-কাপড় উদ্ধার করেছে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি সুব্রত রায় জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং এজাহারভূক্ত একজনকে আটক করা হয়েছে।