পিতার স্বপ্ন ও অঙ্গিকার পূরণ করলেন বাবেল

শীলা নদীর উপর বাইলনা ব্রীজ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

স্বপ্নের বাইলনা ব্রীজ

পিতার স্বপ্ন ও অঙ্গিকার পূরণ করলেন বাবেল

  • প্রকাশিত ৮ নভেম্বর, ২০১৮

নাজমুল হক বিপ্লব , গফরগাঁও

ময়মনসিংহের বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয় নেতা, গফরগাঁওবাসীর প্রিয় মানুষ, টানা তিনবারের এমপি প্রয়াত আলতাফ হোসেন গোলন্দাজের স্বপ্ন ও  এলাকাবাসীকে  দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন করলেন তারই পুত্র বর্তমান সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। বর্তমান সরকারের উন্নয়ন কর্মসূচীর অংশ হিসেবে তিনি এলাকার ব্যাপক উন্নয়ন কাজ অব্যাহত রেখেছেন । এলাকার ব্যাপক উন্নয়নের কারণে জনপ্রিয়তায় তিনি এখন এলাকাতে অপ্রতিদ্বন্দ্বী ও শীর্ষে অবস্থান করছেন । এলাকার ১৫টি ইউনিয়নের সর্বত্রই এখন শোভা পাচ্ছে  ফাহমী গোলন্দাজ বাবেল সমর্থনে  ব্যানার ও পোষ্টার । নির্বাচনী প্রস্তুতি হিসেবে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের দেখা করছেন, কুশল বিনিময় করছেন ও দোয়া নিচ্ছেন। একই সঙ্গে উন্নয়ন কাজের অগ্রগতি দেখছেন । অসহায় ও দু:খী মানুষের পাশে দাঁড়াচ্ছেন । যেখানেই মানুষের সমস্যা ও দুর্ভোগ সেখানেই ছুটে যাচ্ছেন। এরই অংশ হিসেবে গফরগাঁওয়ের মধ্য দিয়ে বয়ে যাওয়া  খরস্রোতা শীলা নদীর উপর বাইলনা ব্রীজ নির্মানের মাধ্যমে প্রত্যন্ত চার-পাঁচ গ্রামের হাজারো মানুষের দীর্ঘ অপেক্ষার অবসান হলো। বর্তমান সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের পিতা প্রয়াত সাংসদ আলতাফ হোসেন গোলন্দাজ মৃত্যুর পূর্বে এলাকাবাসীর কষ্টের কথা চিন্তা করে শীলা নদীর উপর মানুষের দীর্ঘ দিনের প্রত্যাশিত বাইলনা ব্রীজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বাইলনা, বেলাব, প্রশাদপুর, জয়ধরখালী গ্রামের হাজারো মানুষের বাইলনা গ্রামের মধ্য দিয়ে শীলা নদী পার হয়ে উপজেলা সদরে আসতে হতো। কিন্তু সেখানে ছিলনা কোনো খেয়া নৌকা বা ব্রীজ। এলাকাবাসী নিজেরা উদ্যোগী হয়ে বাঁশের সাকো বেঁধে কোনো রকমে নদী পার হয়ে আসা যাওয়া করতেন। পাঁচটি গ্রামের শত শত শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে সাকোর উপর দিয়ে বিদ্যালয়ে যাওয়া আসা করতো। শুকনো মৌসুমে চলাচল সহজ হলেও বর্ষা মৌসুমে নদীটি ভয়ংকর স্রোতস্বীনি হয়ে উঠে। তখন অভিভাবকরা কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিতেন। এলাকাবাসী স্বাধীনতার পর থেকেই স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বাইলনা গ্রামের শীলা নদীর উপর একটি ব্রীজ নির্মানের দাবী জানিয়ে আসছিলেন। জনপ্রতিনিধিরা ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও পরে ভুলে যেতেন। এমতাবস্থায় তৎকালীন সংসদ সদস্য আলতাফ হোসেন গোলন্দাজের কাছে এলাকাবাসী দাবীর প্রেক্ষিতে তিনি বাইলনা গ্রামে শীলা নদীর উপর একটি ব্রীজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ২০০৭ সালের ১৭ফেব্রুয়ারী অসুস্থতা জনিত কারণে তিনি মৃত্যু বরণ করায় এলাকাবাসীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। বর্তমান সংসদ সদস্য ফাহ্মী গোলন্দাজ বাবেল বাইলনা গ্রামে শীলা নদীর উপর সাত কোটি টাকা ব্যয়ে ৯৩ মিটার ব্রীজ নির্মাণ করে এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা ও পিতার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন।

বাইলনা ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শামছুদ্দিন আলম(৬০) বলেন, ‘প্রায় ছোটকাল থেকে শুনে আসছি বাইলনা গ্রামে শীলা নদীর উপর ব্রীজ হবে। বর্তমান সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল পিতার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন। এতে পাঁচ-ছয়টি গ্রামের মানুষের যাতায়াত সহজ হয়েছে’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads