অনলাইনভিত্তিক রিয়েল এস্টেট সল্যুশন প্রোভাইডার বিপ্রপার্টি প্রথমবারের মতো নিয়ে এসেছে ‘হোম লোন ক্যালকুলেটর’। এর সাহায্যে গ্রাহকরা খুব সহজেই জেনে নিতে পারবেন তাদের প্রয়োজনীয় হোম লোনের কতটুকু পাওয়ার উপযোগিতা রয়েছে এবং প্রতিমাসে কী পরিমাণ টাকা জমা দিতে হবে। ফলে একজন ক্রেতা কোনো সম্পত্তি ক্রয়ের আগেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
দেশের সামগ্রিক ই-কমার্স সাইট বিপ্রপার্টি ব্যবহারকারীদের জন্য হোম লোন ক্যালকুলেটরটি হচ্ছে সবচেয়ে আধুনিক ফিচার। মাত্র কয়েকটি ক্লিক বা ট্যাপ করে ব্যবহারকারী এবং ক্রেতারা বাসা ক্রয়ের জন্য লোন সহায়তা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারবেন সহজেই। সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে যে ক্যালকুলেটর যুক্ত করা হয়েছে তার মাধ্যমে প্রতিমাসের কিস্তি হিসাব করতে সহায়তা করার পাশাপাশি সম্পত্তির জন্য কত টাকা পরিশোধ করতে হবে তা জানা যাবে। মোট টাকার পরিমাণ, পুরো টাকা পরিশোধের সময়সীমা, ডাউনপেমেন্ট, সুদের হার ইত্যাদি সম্পাদনা করে ক্যালকুলেটরটি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। সম্পাদনা অনুযায়ী হিসাব বসিয়ে দিলে সে অনুযায়ী ফল প্রদর্শন করবে বিপ্রপার্টির হোম লোন ক্যালকুলেটর।
বিপ্রপার্টির হেড অব অপারেশনস রেজবীন আহসান বলেন, এই হোম লোন ক্যালকুলেটরের সাহয্যে আমাদের গ্রাহকরা তাদের সুবিধা অনুযায়ী তাদের লোন প্রাপ্তির পরিমাণ যাচাই করতে পারবেন। এটা তাদের জন্য সুবিধাজনক এবং সময় সাশ্রয়ী হবে। বিজ্ঞপ্তি।