ঈশ্বরদী-ঢাকা রেলরুটের আন্তঃনগর তিনটি যাত্রীবাহী ট্রেনে অভিযান চালিয়ে ৮২০ যাত্রীর কাছ থেকে ১ লাখ ২৩ হাজার ৬০ টাকা জরিমানাসহ ভাড়া করেছেন রেলওয়ের পাকশী বিভাগীয় ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার সকাল ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযানে পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতায়, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর ,বড়ালব্রিজ, উল্লাপাড়া, জামতৈল, সিরাজগঞ্জবাজার, বঙ্গবন্ধুসেতু পশ্চিম, বঙ্গবন্ধুসেতু পূর্ব, টাঙ্গাইল, মির্জাপুর, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশন পর্যন্ত এ অভিযান চালানো হয়।
রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন ১২টি স্টেশনের ওপর দিয়ে সিল্কসিটি এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেস ট্রেনে টিকিট চেকিং অভিযান চালানো হয়। ওই সময় বিনা টিকিটে যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ ৮২ হাজার ৬০ টাকা ও জরিমানা বাবদ ৪১ হাজার টাকা আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, পাকশী রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মজিবুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সাজেদুল ইসলাম বাবু, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আব্দুল হালিম, বরকতউল্লাহ বরকত, শফিকুল ইসলাম, মেহেদী হোসেন খাঁন, বিশ্বজিৎ রায় ও ইব্রাহিম হোসেন।