গলাচিপা উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচির আলোকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিনম্র শ্রদ্ধায় ৯৯তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির আলোকে সকাল ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মাল্যদান করে উপজেলা প্রশাসন চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি মিছিল বের করে। র্যালিটি গলাচিপা শহর প্রদক্ষিণ শেষে সকাল ৮ টা ৩০ মিনিটে আনুষ্ঠানিক ভাবে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আখতার মোর্শেদ, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো. মনির হোসেন শিশুদের নিয়ে কেক কেটে জাতির জনকের শুভ জন্মদিন পালন করে।
পরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা ৩ টায় উপজেলা দরবার হলে উপজেলা কৃষি কর্মকর্তা এ.এস.এম সাইফুল্লাহ্ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীন, অফিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন ও বিভিন্ন সংবাদকর্মীরা প্রমুখ।
আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।