রাণীনগরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

রাণীনগরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

  • রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মার্চ, ২০১৯

নওগাঁর রাণীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন উপলক্ষে রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিআরডিবি অফিস চত্বরে গিয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা পরিষদ হল রুমে পুরুষ্কার বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল জলিল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: শহীদুল ইসলাম, রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ মফাখ্খর হোসেন খান পথিক, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন কুমার মহন্ত, সদর ইউপি চেয়ারম্যান মো: আসাদুজ্জামান পিন্টু প্রমুখ। এছাড়াও মুক্তিযোদ্ধাসহ সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads