বিডিবিএলের নতুন জিএম পরিতোষ সরকার

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) জেনারেল ম্যানেজার (জিএম) পরিতোষ সরকার

সংগৃহীত ছবি

ব্যাংক

বিডিবিএলের নতুন জিএম পরিতোষ সরকার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২০ অগাস্ট, ২০১৮

পরিতোষ সরকার সম্প্রতি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি বিডিবিএলের ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯১ সালে তৎকালীন আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডে (বর্তমানে এবি ব্যাংক লিমিটেড) প্রবেশনারি কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। বিডিবিএলে যোগদানের আগে তিনি প্রবাসী কল্যাণ ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডে কর্মরত ছিলেন। এবি ব্যাংক লিমিটেড ও ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডে বিভিন্ন বিভাগের প্রধান এবং শাখাপ্রধান হিসেবে কাজ করেছেন পরিতোষ সরকার।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে অনার্সসহ বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। এছাড়া পরিতোষ সরকার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি একজন এসিআই (প্যারিস) সার্টিফাইড ট্রেজারি ডিলার। বিজ্ঞপ্তি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads