বিএনপি নেতৃত্বাধীন জোট নির্বাচনে যাবে কি না, সিদ্ধান্ত দুই দিনে 

আজ শনিবার রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক

ছবি: বাংলাদেশের খবর

নির্বাচন

বিএনপি নেতৃত্বাধীন জোট নির্বাচনে যাবে কি না, সিদ্ধান্ত দুই দিনে 

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়া না যাওয়ার ব্যাপারে আগামী দুই দিনের মধ্য সিদ্ধান্ত জানাবে বিএনপি নেতৃত্বাধীন জোট।

আজ শনিবার রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক শেষে এমন তথ্য জানিয়েছেন এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ।

তিনি বলেন, আজকের বৈঠকে নির্বাচন ও দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে যাব কি যাব না- এই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। আগামী দুই দিনের মধ্যেই ২০ দলীয় ঐক্যজোট আমাদের মূল দল বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করব।

আগামীকাল রোববারের মধ্যে জোটগতভাবে নির্বাচনে যাওয়ার বিষয়টি নির্বাচন কমিশন জানাতে হবে- সেক্ষেত্রে জোট কী করবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অলি বলেন, আমরা রোববার চিঠি দেব। সে চিঠির ভাষা হবে এমন, "যদি আমরা নির্বাচনে যাই, তাহলে নিবন্ধিত দলগুলোর প্রতীক হবে নিজ দলের। আর অনিবন্ধিত দলগুলোর প্রতীক হবে বিএনপির প্রতীক।"

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে সাবেক মন্ত্রী অলি আহমদ বলেন, ‘আমরা নির্বাচনে যাওয়া না–যাওয়ার বিষয়ে আলোচনা করেছি। সরকার কথা দিয়েছিল সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে। আমরা মনে করি না যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়েছে। আমরা দেখছি প্রতিনিয়ত বিশেষ করে বিএনপির নেতা-কর্মীদের আটক করা হচ্ছে, রাস্তাঘাটে তাঁদের নির্যাতন করা হচ্ছে, এসব বন্ধ না করা পর্যন্ত সুস্পষ্টভাবে আমাদের সিদ্ধান্ত আমরা জানাব না।

অলি আহমদের সভাপতিত্বে বৈঠকে বিএনপির নজরুল ইসলাম খান, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জামায়াতের আবদুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads