কুমিল্লার চান্দিনায় চলন্ত গাড়ির নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে শাহিনুর আক্তার (২৫) নামে এক নারী। আজ শনিবার বিকাল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহিনুর আক্তার চান্দিনা উপজেলার গোবিন্দপুর গ্রামের ভ্যান চালক আব্দুল আহাদ এর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌঁনে ৪টার দিকে ওই নারী প্রথমে ঢাকা লেনের একটি গাড়ির নিচে ঝাপ দেওয়ার সময় গোবিন্দপুর গ্রামের বশির ভূইয়া সহ আরও কয়েকজন তাকে আটক করে বাড়িতে পাঠিয়ে দেয়। এর কিছু সময় পর ঘুরে এসে চট্টগ্রাম লেনের একটি কাভার্ডভ্যানের নিচে ঝাপ দেয় ওই নারী।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সাথে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করে দুই সন্তানের জননী শাহিনুর।
হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার উপ-পরিদর্শক (এস.্আই) আলাউদ্দিন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানায় সে আত্মহত্যা করেছে।