মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা।
শনিবার বিকাল ৫টার দিকে সিরাজদিখানের ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া এলাকায় এই ঘটনা ঘটে।
সিরাজদিখান সার্কেলের এএসপি মো. আসাদুজ্জামান জানান, এ রকম একটি ঘটনা শুনেছি, তবে ঘটনার সত্যতা নিশ্চিত হতে পারিনি। নিশ্চিত হলে বিস্তারিত জানাবো।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, কুচিয়ামোড়া পার হয়ে পাথরঘাটা যাওয়ার পাকা রাস্তা উঠতেই খুব কাছ থেকেই গাড়িবহরে হামলা করা শুরু হয়। দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেছেন বহরের সঙ্গে থাকা ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা। তাদের কারও কারও হাতে আগ্নেয়াস্ত্রও দেখা গেছে।
শাহ মোয়াজ্জেমের ভাই ওমর ফারুক জানান, দুর্বৃত্তরা শাহ মোয়াজ্জেম হোসেনের গাড়িবহর লক্ষ্য করে করে ৭ রাউন্ড গুলি ছোড়ে। এতে গাড়ির কাচ ভেঙ্গে গেলেও শাহ মোয়াজ্জেম হোসেন অক্ষত আছেন।
তিনি বলেন, এই ঘটনায় আহত হয়েছেন ৬ জন কেউ গুলিবিদ্ধ হননি।