নওগাঁ-৬ আসনে বিএনপি প্রার্থী আলমগীর কবির

বিএনপি নেতা আলমগীর কবির

সংগৃহীত ছবি

নির্বাচন

নওগাঁ-৬ আসনে বিএনপি প্রার্থী আলমগীর কবির

  • আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ৮ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দুইজনের নাম ঘোষণা করা হয়েছিল। গত শুক্রবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আবার বিএনপির দলীয় মনোনয়ন চূড়ান্ত ঘোষণা করা হয়েছে।

এতে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে শেখ রেজাউল ইসলাম রেজুকে বাদ দিয়ে এ আসনে সাবেক প্রতিমন্ত্রী মো. আলমগীর কবির এর নাম চুড়ান্ত ঘোষণা করা হয়।

এর আগে ২৬ নভেম্বর সোমবার সন্ধ্যায় এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী দুইজনের নাম ঘোষণা করা হয়েছিল। এ নিয়ে এলাকায় মানুষের মাঝে চলছিল নানা জল্পনা কল্পনা। এখন এ আসনে সাবেক প্রতিমন্ত্রী মো: আলমগীর কবির এর নাম ঘোষণা করায় বিএনপির নেতা কর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে অনেক বিএনপির নেতা কর্মীরা জানিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads