গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার দিবাগত রাত তিনটার দিকে গুলশান-১ নম্বরের ৮ নম্বর সড়কে ১০ নম্বরের নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপির নেতা-কর্মীদের আওয়ামী লীগের সমর্থক সাজিয়ে জালভোট দেওয়া এবং তা ভিডিও করে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।
এ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, গভীর রাতে সাদাপোশাক ও নির্ধারিত পোশাকে থাকা পুলিশ মেজর মিজানুর রহমানের বাসা ঘিরে রাখে। রাত আড়াইটার দিকে তার বাসার দরজা ভেঙে গ্রেফতার করা হয়। এরপর মেজর মিজানুর রহমানকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।