বিএনপি নেতা মিজানুর রহমান গ্রেফতার

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমান মিজান

ছবি সংরক্ষিত

অপরাধ

বিএনপি নেতা মিজানুর রহমান গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ জুন, ২০১৮

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার দিবাগত রাত তিনটার দিকে গুলশান-১ নম্বরের ৮ নম্বর সড়কে ১০ নম্বরের নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপির নেতা-কর্মীদের আওয়ামী লীগের সমর্থক সাজিয়ে জালভোট দেওয়া এবং তা ভিডিও করে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

এ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, গভীর রাতে সাদাপোশাক ও নির্ধারিত পোশাকে থাকা পুলিশ মেজর মিজানুর রহমানের বাসা ঘিরে রাখে। রাত আড়াইটার দিকে তার বাসার দরজা ভেঙে গ্রেফতার করা হয়। এরপর মেজর মিজানুর রহমানকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads