সরকার বিএনপিকে বিভক্ত করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপিকে দুর্বল ও বিভক্ত করতে অনেক চক্রান্ত হচ্ছে। তারা (সরকার) আগেও তা করার চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই তারা বিএনপিকে বিভক্ত করতে পারবে না। বিএনপি অতীতে যতবার বিপর্যয়ে পড়েছে ততবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে।
দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করে।
কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি ৪৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার ভাড়া বাসায় মারা যান। তার মরদেহ দেশে ফিরিয়ে এনে ২৭ জানুয়ারি বনানী কবরস্থানে দাফন করা হয়।