গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও একজন সহকারী ভেটেরিনারি সার্জনসহ দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সাফারি পাকের্র শেষ পুরুষ জিরাফটির মৃত্যুর ঘটনায় তাদের বদলি করা হয়েছে বলে একাধিক কর্মকর্তা জানান।
তবে ওই দুই কর্মকর্তাকে নিয়মিত প্রক্রিয়াতেই তাদের বদলি করা হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন পার্কের প্রকল্প পরিচালক সামসুল আজম।
চিকিৎসকের অবহেলায় জিরাফের মৃত্যু হলেও বিনা অপরাধে শাস্তি পেয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম এমন অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করে পার্কে কর্মরত কর্মচারীরা।
পার্কের প্রকল্প পরিচালক (পিডি) সামসুল আজম জানান পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও সহকারী ভেটেরিনারি সার্জন নিজাম উদ্দিন চৌধুরীকে বদলি করা হয়েছে। রফিকুল ইসলামকে চট্টগ্রাম অঞ্চলে ও নিজাম উদ্দিনকে গাজীপুরের শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টারে বদলি করা হয়। জিরাফের মৃত্যুর কোনো ঘটনা নয় এটি। নিয়মিত বদলী প্রক্রিয়াতেই তাদের বদলি করা হয়েছে। বদলির সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। কয়েক দিনের মধ্যেই পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করবেন একজন (এসিএফ) সহকারী বন সংরক্ষক। সহকারী ভেটেরিনারী সার্জন হিসাবেও কয়েক দিনের মধ্যেই এক কর্মকর্তার যুক্ত করা হবে।