বাড়ি ফেরা

উদ্ধারের পর একটি বৌদ্ধ আশ্রমে তারা সন্ন্যাস ব্রত গ্রহণ করে

ছবি : ইন্টারনেট

বিদেশ

বাড়ি ফেরা

  • প্রকাশিত ৫ অগাস্ট, ২০১৮

আশ্রম থেকে বাড়ি ফিরছে গুহা থেকে উদ্ধার হওয়া সেই থাই কিশোর ফুটবলাররা। উদ্ধারের পর একটি বৌদ্ধ আশ্রমে তারা সন্ন্যাস ব্রত গ্রহণ করে। কিশোরদের একজন খ্রিষ্টান ধর্মাবলম্বী হওয়ায় সে ব্রতে অংশ নেয়নি। তাদেরকে গুহা থেকে উদ্ধারের সময় নিহত ডুবুরির স্মৃতির উদ্দেশে এই ব্রত পালন করে তার। তবে তাদের কোচকে আরো তিনমাস মঠে থাকার নির্দেশ দিয়েছেন সন্ন্যাসীরা -ইন্টারনেট

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads