আসন্ন লা লিগা মৌসুমকে সামনে রেখে বার্সেলোনা ইতোমধ্যেই দলবদলের বাজারে ১১৮ মিলিয়ন ইউরো খরচ করে ফেলেছে।
তবে কোচ ভালভার্দে বলেছেন, তার ট্রান্সফার বাণিজ্য এখনো শেষ হয়নি। স্প্যানিশ চ্যাম্পিয়নরা তাদের মধ্যমাঠ শক্তিশালী করার দিকে জোর দিয়েছে। সে কারণে বেশ কিছুদিন ধরে মিরালেম জানিচ ও ফ্রেঙ্কি ডি জংয়ের সঙ্গে বার্সেলোনার আলোচনা চলছে। ভালভার্দে নিজেও বলেছেন মধ্যমাঠের দিকেই এখন তাদের সব নজর।
এ সম্পর্কে বার্সা বস বলেছেন, ‘আমরা এখনো সব ধরনের সম্ভাবনাই খোলা রেখেছি। এটা সত্যি যে, মধ্যমাঠে আমরা আন্দ্রেস ইনিয়েস্তা ও পাওলিনহোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারিয়েছি।’