বাঁধন ডেইরি অ্যান্ড অ্যাগ্রো

নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমানের খামারের গরু।

প্রতিনিধির তোলা ছবি

কৃষি অর্থনীতি

সাফল্যের দৃষ্টান্ত

বাঁধন ডেইরি অ্যান্ড অ্যাগ্রো

  • এসকেএমডি ইকবাল হাসান, লোহাগড়া (নড়াইল)
  • প্রকাশিত ৭ নভেম্বর, ২০১৮

‘বাঁধন ডেইরি অ্যান্ড অ্যাগ্রো’ খামারের মালিক অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান। তিনি নড়াইল-২ আসনের এমপি (সংসদ সদস্য) এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নড়াইল জেলা সভাপতি। খোঁজ নিয়ে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে ২০০৪ সালে বিভিন্ন প্রজাতির মাত্র চারটি গরু দিয়ে নিজবাড়িতে গরুর খামারের যাত্রা শুরু করেন অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান। আস্তে আস্তে খামারে গরুর সংখ্যা বাড়তে থাকে। তাই ২০০৯ সালে তিনি খামারটি স্থানান্তর করেন কচুবাড়িয়া গ্রামে। প্রায় এক একর জমিতে খামারের কার্যক্রম শুরু হয়। ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত খামারে ছোট-বড় দিয়ে গরুর সংখ্যা ৫৯। এর মধ্যে রয়েছে ১৬টি বাছুর, ২০টি গাভি এবং ২৩টি ষাঁড় (এঁড়ে)। বর্তমান বাজার দরে ৫৯টি গরুর মূল্য প্রায় এক কোটি টাকা। খামারের মধ্যেই গো-খাদ্য ঘাস চাষের ব্যবস্থা করা হয়েছে।

খামারের পরিচর্যাকারী মো. জাকির হোসেন কাজী জানান, প্রতিদিন ২০টি গাভিতে প্রায় ২৫০ লিটার দুধ দেয়। সর্বনিম্ন এক লাখ টাকা, সর্বোচ্চ পাঁচ লাখ টাকা দামের ফ্রিজিয়ান প্রজাতি, ইন্ডিয়ান শঙ্কর প্রজাতির, ন্যাড়া মুণ্ডু প্রজাতির ও মিশন প্রজাতির গরু রয়েছে এই খামারে। খামারে বাছুর উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। রয়েছে বেতনভুক্ত ৪-৫ জন কর্মচারী। খামারের অন্যতম পরিচর্যাকারী আহাদুজ্জামান ডলার জানান, ‘বাঁধন ডেইরি অ্যান্ড অ্যাগ্রো’ খামারের মালিক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান প্রায় প্রতিদিন সকালে ও বিকালে খামারে গিয়ে খামারের দেখভাল করেন। এমনকি মালিকের সহধর্মিণীও খামারের অবস্থা পর্যবেক্ষণ ও পরিচর্যা করেন। চিকিৎসার ব্যাপারে স্থানীয় পশু সম্পদ অফিস সহযোগিতা করে থাকে। খামারের মালিক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান বলেন, সংসদ অধিবেশন চলাকালে সহধর্মিণী নিলুফা ইয়াসমিন খামারের দেখভাল করেন। আস্তে আস্তে করে শ্রম-সাধনা দিয়ে ‘বাঁধন ডেইরি অ্যান্ড অ্যাগ্রো’ নামের এই প্রতিষ্ঠান বড় করেছি। এই খামারের গরুর দুধ এলাকার মানুষের অনেক চাহিদা পূরণ করছে। গো-খাদ্যের দাম বেশি হওয়ায় সমস্যা সৃষ্টি হচ্ছে। গো খাদ্যের ওপর ভর্তুকি চালুর দাবি করেন তিনি সরকারের প্রতি। অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান আরো বলেন, বেশি বেশি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অনেকেই খামার করতে আগ্রহী হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads